আমার কাঁধে দাঁড়িয়ে বেটু বললো পাপা দেখো,
তোমার চেয়েও লম্বা আমি হয়েছি মনে রেখো।
মুখে আমার ফুটলো হাঁসি অশ্রু ভরা চোখে,
মনে মনে গুটিকয়েক কথা বললাম তাঁকে।
এতো বড়ো খুশির খবর ভ্রান্তিটুকু ছেড়ে,
শক্ত করে হাতগুলি মোর রাখিস যেন ধরে।
যবে এ হাত ছাড়বে রে তোর কোমল বাহুখানি,
রঙিন এ তোর কল্পনাটি, নেবে রে সময় ছিনি।
আনন্দেরি এই পলটি মুহর্তে যাবে থামি,
তাকিয়ে নিচে দেখরে সোনা পায়েতে নেই জমি।
আমি রে তোর পাপা সেদিন উঠবো নেচে শুনি,
বাস্তবেতে হবি যেদিন অনেক জ্ঞানীগুনী।
অনেক বড় হবি রে তুই, পাপার কাঁধে নয়,
মাটি তে রেখে পা দুখানি রাখবি পরিচয়।
আমার আছে যা কিছু আজ তোকে দিয়ে যাবো,
অনেক বড় খুশি যেদিন তোর কাঁধে স্থান পাবো ।