তোমার বুকে গজানো মাধবীলতা ছায়া মেলেছে আমার উঠোনে।
চৈতালি দুপুরের খাঁ খাঁ গ্রাস করাতে তুমি মধুকর ডেকেছো।
আমি চাইলেও পারিনি এড়িয়ে যেতে,
তুমি আঁকড়ে ধরেছো আমায় আর্কিড হয়ে।


বুঝেছি আমার অস্তিত্ব হারিয়ে একদিন হয়ে উঠবো তোমার স্বর্ণলতা আচ্ছাদিত,
বিনাশ আমায় হাতছানি দিয়ে ডাকে।


তোমার নির্ঘুম অস্তিত্বের স্পর্শ আমার শিরা উপশিরায়।
সব দীপ নিভিয়ে রাত ঘুমোয়,
শুধু তুমি জেগে আমার কল্পনার দিগন্তরেখা জুড়ে।
তোমার আঁখিপটে আমার স্বপ্ন গুলো এলোমেলো ছড়িয়ে দিয়ে,
আমাকে অধির করে তোল দৃষ্টি আলিঙ্গনে।


কতশত অনিস্পন্ন পান্ডুলিপি ধ্ব্ংস হয়ে গেছে,
তোমার ক্ষণকালের আবির্ভাবে।
ভাবতে কষ্ট হয়,
তোমার সিঁথির সিঁদুরে আসন্ন মৃত্যু নিয়ে কাঁদছে আমার অসমাপ্ত অধ্যায়।
তোমার স্বর্ণলতার আচ্ছাদনে রুদ্ধ হৃদস্পন্দন।