কাদামাটি বলে রে ভাই স্ফটিক পাথরে,
বড়োই কঠিন তুই, নিরস অন্তরে।
মোরে দেখ নানা ছাঁচে নানা রুপ ধরি,
যেমতি চেহারা চাই তাই যাই গড়ি।
তোরে বসে দিনরাত হাতুড়ি ছিনিতে,
ঝরে ঘাম দরদর মুরতি বানাতে।
স্ফটিক পাথর বলে হে কাদামাটি,
এমতি বিষয়ে কেন তব ঝগড়াঝাটি।
ক্ষণিকে বানাও তুমি অবিকল রূপ,
আমার সেথায় লাগে সময়ের স্তুপ।
যত শীঘ্র তুমি গড়ো নিজেরে মহান,
তেমনি ক্ষণিকে হয় তব অবসান,
আমি গড়ি রয়েসয়ে বড্ড ধীরমতি,
যুগ যুগ রয়ে যায় আমার মুরতি।