কাব্য নিয়ে ভাবনা যতো গেছে রসাতলে,
কবি হওয়ার স্বপ্নছিলো আমার কোনকালে।
সংসারেতে সং সেজেছি জীবন এখন হাসে,
রঙীন রঙীন কল্পনা সব নীল আকাশে ভাষে।
সেদিনের সেই মেঘলা দিনে ঘরের কোনে বাঁধা,
ছোট্ট কিছু কথারকলি নিয়ে যে সুর সাধা,
আজকে কোথায় হারিয়ে গেছে সোঁদা মাটির বাস,
পুকুর জলে ভাষতে থাকা সাদা পালক হাঁস।
এখন শুধুই মেঘলা আকাশ শষ্য ক্ষেতে মন,
কি জানি কি বর্ষে না যায় তুমুল বরষণ,
আবার কভু মেঘলা হলে মনে জাগে আশ,
খরায় শুকোয় দু’বিঘা ক্ষেত জ্বলছে মাঠের ঘাস।
সোঁদা মাটির গন্ধ কভু আসেনাকো ঘ্রাণে,
কোদাল আলের লড়াই শুধু ক্লান্তি জাগায় প্রাণে।
হাঁস গুলি সব এখন শুধু ডিমের খোরাক ভাই,
মধুর রঙীন কল্পনা সব হারিয়ে গেছে তাই।
কবি হয়ে কলম খোঁচায় কে বা ফসল ফলায়,
সোঁদা মাটি, মেঘলা আকাশ নিয়ে কলম চালায়।
কভু যদি কোদাল হাতে সোঁদা মাটি নিয়ে,
বজ্র বাদল মাথায় রেখে আল বাঁধতো গিয়ে,
কলম যে তার ভোঁতা হতো বলদ গরুর হাল,
বুঝতো সেদিন ক’তো ধানে কতো যে হয় চাল।
তাইতো ভাবি ভালোই আছি নইকো আমি কবি,
মাটি কাদায় ক্ষেতের বুকে বানাই রঙীন ছবি।