তুই কি আমার কেউ হতে চাস দুপুর রোদের মাঠে ,
কাঁচা আমে নুন মাখানো একলা পুকুর ঘাটে |
হাওয়ায় ওড়া ঘুড়ির সুতোয়, বিনি সুতোর মালায় ,
বাবলা তলায় ভর দুপুরে পাথর গুটি খেলায় |
বকুল গাছে লুকোচুরি শালিক পাখির ছানা ,
কলার ভেলায় নাবিক হয়ে নদীতে দাঁড় টানা |

তুই কি আমার কেউ হতে চাস ক্লাস-রুমেরি ঘরে ,
বানাবো চল উড়োজাহাজ খাতার পাতা ছিঁড়ে |
কলম ভেঙে করবো বাঁশি বোর্ডে আঁকিবুকি ,
রূপকথার সেই রাজার কুমার আনবো তারে ডাকি |
পক্ষিরাজে পেরিয়ে যাবো তেপান্তরের মাঠ ,
সোনার কাঠি রূপোর কাঠি রাজকন্যার খাট |
ঘুম ভাঙাবো স্বপ্নপুরির , রাক্ষসীদের গ্রাস ,
বলনা আমায় তুই কি আমার কেউ হতে কি চাস ?