আমরা প্রহরী বিনিদ্র রাত্রির আমরা প্রহরী দেশে,
ঘুমঘোর তব নিশ্চুপ রাতে সীমানা গিয়েছি চষে।
বাহুর মাঝারে লোহময় সাথী হৃদয়ে প্রিয়ার বাস।
পদতলে শিলা চুর্ণ হয়েছে, পাহাড় হয়েছে দাস।
কন্টকময় পথে পথে চলি বিজন অরন্য ভুমি,
সকল বাধারে আপন করেছি নিয়েছি তাহারে চুমি।
একটি মৃত্যু মরার আগে মরেছি হাজার বার,
যখন দেখেছি দেশবাসী মোর করে যায় হাহাকার।
কখনো ঝঞ্ঝা অসনি বাদলে কখনো রয়েছে খরা,
কখনো বিকৃত নিতির মোড়কে লুন্ঠিত হয় ওরা।
ক্ষমতা নিয়েও অক্ষমতায় রাজা যদি রয় চুপ,
আমরা চলি যে রাজার আদেশে কণ্ঠাবদ্ধ যুপ।
মাঝে মাঝে তবু মনে হয় করি বিদ্রোহ এই দেশে,
রক্ষক যদি ভক্ষণ করে, কে বাঁচাবে তারে শেষে?
কান পেতে শোন হাহাকার যত কান্না বাতাসে ভাষে,
মৃত্যুপুরিতে পরিনত হল দেশ, লাসের গন্ধ আসে।
আর নয় ভাই জেগে ওঠো সবে বজ্রকণ্ঠে বলো,
গনতন্ত্রের উড়িয়ে ধ্বজা, সবাই এগিয়ে চলো।
তোমরা তো নও মোদের মতো পুত্তলিকা সার,
মির্জাফরেতে ভরা এই দেশ বাঁচাবে সাধ্য কার।
তোমরা জাগিলে ঘুমোবে শোষক প্রিয় দেশবাসী মোর,
সময় হয়েছে হিসেব নেওয়ার মুছে ফেল ঘুমঘোর।
আমরা রয়েছি পতঙ্গভুক বেশে তোমরা চষিলে মাটি,
একদিন দেখো মোদের ভারতে স্বর্ণ ফলিবে খাঁটি।