শ্রাবণ মাসে মামার বাড়ী নিয়ে যাচ্ছি মিষ্টির হাড়ি,
পথে দিলো কুকুর আড়ি,যাব এখন কার বাড়ী।
কুকুর বলল মিষ্টি দাও তাড়াতাড়ি,


আমি বললাম করো নাকো বাড়াবাড়ি।।


কুকুর বলল মিষ্টি না দিলে দিব কিন্তু তাড়া,


তখন যাবে মামার বাড়ী মিষ্টির হাড়ি ছাড়া।।


আমি বললাম মিষ্টি ছাড়া যাওয়া যায় কি কারো বাড়ি,
তখনি বলল কুকুর  এখুনি যাও মিষ্টির হাড়ি ছাড়ি।।
আমি বললাম, যদি তুমি পৌছে দাও আমার মামার বাড়ী,,
তখনি দিব আমার এই মিষ্টির হাড়ি।।


মামার বাড়ী পথের মাঝে শিয়ালের যে বাস,


মিষ্টি না পেলে শিয়াল করবে সর্বনাশ।।।


বলিস কিরে শিয়াল দিচ্ছে আমার সাথে আড়ি,
চল চল যাব আমি তোর মামার বাড়ী।।


শিয়াল ব্যাটা যদি করে একটু বাড়াবাড়ী,


ছিড়ব আমি দাঁত দিয়ে ওর যত নাড়ী।।।


মনেমনে ভাবছি আমি তোকে কেমনে ছাড়ি,


চলতে চলতে মামার বাড়ীর পথ দেখা যায় ঐ,,,
কুকুর বলে কিরে শিয়াল ব্যাটা কই,,,


বললাম আমি পারবে দৌড়ে শিয়াল ব্যাটার সাথে,,
ওতো আসবেনা এখন আসবে অনেক রাতে।


শিয়াল বলছে কুকুর নাকি আস্ত একটা বোকা,,
সুধু কুকুর নয় কুকুরের বাপ আসলেও যাবেনা ওকে রোখা।।।।
বলিস কিরে শিয়ালের বেড়েছে এত বাড়,


এখান থেকে যাবনা,, না চিবিয়ে ওর হাঁড়।।


মিষ্টি খাবোনা আমি নিয়ে যা তোর সাথে,,
আমি আছি পাহারায় শিয়াল ব্যাটার পথে।।।।