মনে কি পড়ে আজ বৃষ্টির দিনে, এক সাথে হেঁটেছিলাম এই রাস্তায় তুমি আর আমি,,


মনে কি পড়ে আজ থেকে কত বছর আগে এই কলেজে আমার জন্য অপেক্ষা করতে তুমি,,
মনে কি পড়ে সেই রেস্টুরেন্টের কথা যেখানে সব কিছু ভুলে তোমার হাত দুটি ধরেছিলাম,,
মনে কি পড়ে সেই কথা গুলি,তুমি বলেছিলে যা ঐ পথে চলতে চলতে,,
এই প্রচন্ড রোদে যদি হটাৎ করে যদি বৃষ্টি নামতো তাহলে কতইনা ভালো হতো,,,
মনে কি আছে সেই দিনের বৃষ্টিতে আমি ভিজে যাচ্ছিলাম,,কিন্তু তুমি তো নিজে ভিজে ছিলে আমাকে ভিজতে দাওনি,,
আমি ভিজে গিয়েছিলাম বলে, তুমি ছাতা নিজেই বন্ধ করে ভিজেছিলে,,কেন এমন করেছিলে।।।
দেখ আজ নিয়তির পরিহাস, একই রাস্তায় বৃষ্টির দিনে হেঁটে চলেছি একমনে কেওনেই আমার পাশে কেওনেই!!!
সেই কলেজে আমার দেরী হতো একটু আসতে তবুওতো আসতাম,, আজ আমি অপেক্ষা করি সন্ধা ঘনিয়ে আসে তবু কেও আসেনা!! কেও আসেনা!!!
তুমি বলেছিলে এই বৃষ্টির কথা,তোমার বৃষ্টি খুব ভালো লাগে তাই বৃষ্টিকে ভালোবাসি,,
আর বৃষ্টির মাঝে ঐ দিন গুলি কে মনে করি,,
আমার মনে হয় বৃষ্টির সাথে তুমি মিশে আছো!!
আমি ভিজেছিলাম তাই তুমিও অভিমান করে ভিজেছিলে,, আজ আমি ভিজে যাই রোদে শুকাই কেও অভিমান করেনা!কেও অভিমান করেনা!!
সেদিন ছাতা হাতে দাঁড়িয়ে ছিলে তুমি,আজ দাঁড়িয়ে আছি আমি! একা হাতে ঐ যে সেই পথে!!!!