হাতাহাতি ভুলে হাত ধর এসে  
দুজনে হারাবো আজ l
হারানো সময় হাত তুলে ডাকে
পড়ে থাক সব কাজ l


সীমানার বেড়া ভাঙবো আদরে
আকাশ থাকবে সাক্ষী l
বাতাসের কানে শোনাবো গোপনে
হৃদয়ে কেনোগো রক্ষী l


ওই দেখা যায় অনেক উপরে
হাসছে প্রেমের পাখি l
খাঁচার বাঁধনে পাগল হবেই
স্বাধীনতা মৃত সখি l


পথের ধুলোতে এখনো সজীব
পথিকের ভুলো গল্প l
আমরা জেনেছি কিছু ইতিহাস
আসলে সেসব অল্প l


ঋতু আসে যায় প্রকৃতির প্রাণে
হাসির দমকা ছোঁয়া l
বাহারি রূপের রঙিন চমকে
উঠবে অবুঝ ধোঁয়া l


কালকেও ছিল প্রকৃত আপন
তোমার আমার পথ l
এই মতান্তরের মড়ক লেগে
জীবনের নাকে ক্ষত l


একটা হাসির হাজার স্বরূপ
যেভাবে যেজন বোঝে l
নিজের স্বভাবে সাজায় মনন
আঁধার আলোকে খোঁজে l


চলো ভেঙে ফেলি কপট পাহারা
যুগলের মাঝে দ্বন্দ্ব l
বুকেভরে তাই জড়ালে সোহাগে
ভূগোলের বুকে ছন্দ l


অনির্বান শান্তারা