এসো আগুন জ্বালি, ধ্বংসের নয় সভ্যতার
এসো আমরা জ্বলি, হিংসায় নয় সত্যতার !
সোনা হওয়ার স্বপ্ন, পুড়িয়ে-পুড়িয়ে খাঁটি হবে  
ভাঙা হৃদয়েই মগ্ন, তাড়িয়ে ছাড়িয়ে হাঁটি তবে !
কেউ ধরবে না হাত, সবাই হিসাবে হিসাবি
ঝোলে ভরবে-ই পাত, লালসা শেখায় এসব-ই !
তুমি থাকলেই জয়, একাতো সমাজে বোকা
হয়তো জাগবে ভয়, মননে সবাই একা !
বেশির ভাগই বেশি বোঝে, বিবেকবান-ই অবুঝ
উদার মনের আশা খোঁজে, কোথায় হারালো সবুজ !
একদিন শেষ হবে সব, তাইতো আতঙ্কে ডাকি
একে একে হোক কলরব, মারবে চেতনা উঁকি !
তাই এসো আমরা জুটি, জীবনের জীবন্ত প্রধনে
রক্ত-ঘাম হবে না মাটি, সততার স্বরূপ সাধনে !