স্বপ্নময় মায়াবী কথা ছিল, আশা ছিল- সব এক সুরেই বাজবে !
আজ তালহারা বেতাল সময়ে ভাবি,
আরো বেশি অনুশীলনের দরকার ছিল জীবনের যুগল গানে !
আমরা অযথাই ভাবি, আর যা হবার তাই হয়ে চলে চিরকাল...


পাওনা ছাড়া সবই মরীচিকা, কিছুই-
সহজলভ্য নয়- না হাসি, না কান্না !
অজ্ঞান মন মোহের বাঁধনে তবুও অবুঝ ...


বন্ধু বিচ্ছেদের পরে- সমব্যাথী ভাবনারা অন্ধ আবেগে বলে-
আবার দেখা হোক ! ভালো-মন্দের কিছু কথা হোক !
একান্তে ভেবেছি, আসলে সত্যি-ই কি দরকার ছিল !
দরকার ছিল না, সত্যি ছিল না, বলে যায় যন্ত্রনা !
বিভেদের প্রাচীর অনেক আগেই গড়েছে ভেদাভেদ !
হাত বাড়ালেই হাতের নাগালে একরাশ শূণ্যতা
এখন পুরানো প্রেম বিবর্ণ; অর্থহীন ...


চিরন্তন পরিবর্তনের পথে কেউ থেমে নেই,
না আমি না তুমি !
তবুও আঁধারে- চোখের জল চকচক করে !
যদিও সব চমক হীরের জ্যোতি নয় !
চকচক করলেই সোনা নয় ...