পরের ভাবনা নিজের বলে, কি ভাবে চালাও গুনী !
কেউ ঝরালো রক্ত-ঘাম তুমি সাজবে ধনী !!
বুকের মাঝে ব্যাথার পাথর, মৃত স্বপ্নের কান্না !
পুড়ে প্রাণ হয় সত্যি দামি, মানিক হীরে পান্না !!
এই অনুভব আত্মদহন, যার বুকে সেই জানবে !
অভিমানের ছেঁড়া আঁচল, চোখ মুছতেই টানবে !!
তবেই স্বভাব সঠিক বোধের- করবে কল্পনা !
পোড়া- চোখ পুড়িয়েই দার্শনিক, আঁকবে আল্পনা !!
কতোটা জেনেছো কঠিন সত্যি, চির জটিল জল্পনা !
যেই কাহিনীর নায়ক সাজো, ওতো তোমার গল্প না !!
নিজের বলে বাহাদুরি নাও, চুরির প্রমান স্পষ্ট !
তোমার জন্য ফুলের বদলে থাকবে কাঁটার কষ্ট !!
পরের প্রেমে প্রেমিক সেজে, কেন করছো ভনিতা !
চোর মহাশয় সাবধান হও, সব-ই লোকের কবিতা !!
সম্পদ সোনা লুঠ হয়েছে, যুগে যুগে বহুবার !
বামন হয়ে চাঁদ হাতানো, এ-কেমন কারবার !
এমনিতে ভাই ভালোই আছো, কবি হয়ে কি কাজ !
পরের বাপকে নিজের বললে, মাথায় পড়বে বাজ !!
কবি হওয়ার জ্বালা অনেক, তবেই জ্বলবে আলো !
কলিজা পুড়িয়ে কয়লা বানাও, বলবো- হীরা ভালো !!