কেন আমি দাঁড়িয়ে থাকি ?
তুমি বুঝবে না, মাঠের ধারে বিকেল বড়ো মায়াবী-
ওই পিচের রাস্তা ডাকে; আকাশ-বাতাস ডাকে, ধান ক্ষেত ডাকে
কান্নার মত- খুশি নিজেই উথলে ওঠে !
প্রকৃতির সোহাগে আমি পাগল হয়ে ভাবি
মাটি হবো; খাঁটি হবো প্রাণে, বাতাস হবো
হারানো সূর্যের আলো হবো মনে l
আসলে এতো হবার মাঝে -
কিছুই হওয়া হলো না; সামান্য মানুষও না !


সময়ের সন্ধিক্ষণ গান শোনায় বদলের
বাস্তবের সাজানো নিস্বর্গ স্বপ্ন লাগে !
ভুলে যাই ক্ষমতার সীমানা, যন্ত্রনা কথা বলে দীর্ঘস্বাশ ফেলে আত্মায় ...


ক্রমে ক্রমে জেগে ওঠে অন্ধকার
রঙের পৃথিবী গিলে, কালের কালিতে -
রংহীন ছবি আঁকে সে
ঢাকা পড়ে যায়; চাপা পড়ে যায়, যত-
পোড়া প্রাণের শোভা  !
অন্ধ হয়ে যাই আমি, চোখ থাকতেও ...