মানুষেরা সব করে কলোরব
বলো পিঁপড়ে মহান l
শুধু কর্ম করে হয়না কুঁড়ে
যত দিন থাকে প্রাণ l


একলা খাব একলা স্বর্গে যাব
কখনো আনেনা মনে l
খাবার পেলে সব দলে দলে
কাজ করে একমনে l


কেউ ভাবেনা ভাই আমি যাবনা
আমার পেটটা ভরা l
সুযোগ পেলে ওঠে খুশিতে দুলে
হয় স্বপ্নে আত্মহারা l


লুকিয়ে চলো সবটা একা গেলো
এমন সত্যি ভাবেনা l
হয়তো বৃদ্ধ পেরিয়ে মাস অব্দ
অলসতা চায় না l


ওদের দেখে যদি মানুষ শেখে
শিখবে সামাজিকতা l
নিয়মটা মানে চলে প্রাণ পণে
সাম্যবাদের একতা l


ওরে আমি একটি আমার দুটি
এমন হিসাব নয় l
সহমিলে থাকে নিয়ে হাত-হাতে
তাই অল্পে বড়ো জয় l


সঞ্চয়ী এরা তাই লক্ষ্মির ঘড়া
কখনো করেনা শূন্য l
কেউবা পেটুক জোটে যতটুক
খিদেতে হয়না বন্য l


গুটি গুটি পায় গুন গুন গায়
কাজের কথাই বলে l
তাই ওদের ছবি দেখেই ভাবি
ঐ কর্ম বীরেরা চলে l