আয়না শুধুই মিথ্যা বলে
ভাসছে হাসি চোখের জলে !
সব মুখেতেই মুখোশ অবিকল
মুখ রাখতে রঙবেরঙের ছল !


নকল মুখোশে আসল হারায়
আমার আমি আমাকে তাড়ায় !
একের মধ্যে একশ প্রভেদ  
প্রাণ পুড়িয়েও যাবে না বিভেদ !


সাজানো সমাজ সত্যি বলবে না
নকল নাগর সঙ্গে চলবে না !
তবুও কিসের প্রতিক্ষাতে সকাল ?
অন্ধের মেটে কি আলোর আকাল ?


একদিন কেউ তফাৎ বুঝে
পালিয়ে যাবে পাবে না খুঁজে !
প্রতিবাদীরা গোড়ার গলদ টানে
মুখোশ খোল বলছে কানে কানে !!