অতীতের ক্যানভাসে জলরঙে আঁকা
সোহাগের ছবি গুলো বড়ো বেশি বিবর্ণ আজ,
শিল্পী সত্ত্বা হতবাক !
নোনাজল মিশে গিয়ে অনুভবে বিষাক্ত বিশ্বাস ...


কথা ছিল- জীবনের যৌথ জোয়ালে
কাঁধে-কাঁধ মিলিয়ে হবে চেতনার সংগ্রাম l
পাথরের হৃদয়ে কুয়াশার আকাঙ্খা ভেজা কান্না;
ফসল ফলায় একরাশ হতাশার !
স্নেহের অধিকার প্রশ্ন করে; বধির-
চিরকাল নির্বাক শ্রোতা ...


কখনো- ক্লান্ত হলে সময়ের সুতীব্র স্রোত
সুযোগের ঘোলা জলে মাছ ধরে নতুন দিশা !
জেগে ওঠে সজল চোখে কুমিরের কান্না !
আবার লুন্ঠন হবে মৌলিক অধিকার ...


যুগ-যুগান্ত ধরে ক্ষমতার একপক্ষের পক্ষপাতে-
একপলকেই পুড়েছে দুর্বলের সাজানো দুনিয়া !
মধ্যপন্থা মন প্রসব করে আয়ুষ্মান সমঝোতার অক্ষয় কাহিনী !


কুকুরের মত এলাকা দখল হয় অজান্তেই
পড়ে থাকে নির্জীব প্রতিবাদ !
গোপনে তিল থেকে তাল হয় অবুঝের অভিমান,
প্রাণের পথ থেকে পৃথিবীর প্রান্তে
অবিকল একই ছবি বিবর্ণ রঙের ...