ভাতের বদলে ভাঁওতা খেয়ে ভালোই আছে
এমন ভাবেই আম-জনতার জীবন বাঁচে !
দুচোখ দিয়ে সব-ই দেখে তবুও বদ্ধ কানা
পেটের মধ্যে ঢাঁক গুড়গুড়; বলতে মানা !
সাজানো সমাজ; উপরথেকে সবাই সমান
সাম্যের গান শুনে; শুনে- পচলো দু'কান !
তুমি বেচারা ভেবেই ফতুর, মগজ ফাঁকা
ধোঁয়া দিয়েই কলজে ভরো চালাক-বোকা !
ইচ্ছেগুলো ডিগবাজি খায় সুযোগ পেলেই
স্বপ্ন গুলো জ্বালায় বেশি থাকনা জেলেই !
পরিচয়ের গন্ডি ছেড়ে; নিজের মনে একটু দূরে
সবুজ বাতাস কত-কি শোনায় সঙ্গে ঘুরে !
হিসেব হারায় জমা-খরচের গোলক ধাঁধায়
নষ্ট পাওনা কষ্ট দিয়ে অনেক কাঁদায় !
ভালো ভেবেই সবাই সবার চাদর পাতে
সঠিক পাওনা সময়ে পাবে, দিনে বা রাতে !


অনির্বান শান্তারা