পার্থক্য মন ও মানসিকতায়, নাহলে-
তুমি; আমি, আমরা সবাই সৃষ্টি থেকেই এক !
তবুও- বিশ্বাসের; ভালোবাসার বন্ধনে-
এক হওয়া গেলো না !
ভাবনারা বহুমাত্রিক চেতনায় বহুগামী  l
সংকীর্ণ স্বার্থের সীমারেখা আঁকে রক্তের দাগ, জীবনের সাদা দেয়ালে !
নীরবতার নিরালা একাকিত্ব আচ্ছন্ন করে আমিত্বকে ...


আমার মত জানি তুমিও ভাব, তুমি ছাড়া -
সবাই বেশ সুখী !
আসলে নিকষ কালো মহাকাশকে
ঘননীল লাগে দৃষ্টির সীমাবদ্ধতায় !
আত্মদর্শন দুষ্ট হয় পক্ষপাতে ...


প্রত্যেক প্রাণকে বিশ্বব্রম্ভান্ড দেনা-পাওনার আবর্তে বেঁধে
বিলিয়ে যায় শুদ্ধ প্রেম !
অথচ নিঃস্বার্থ প্রেমের; দানের- কতো
কাহিনী মনকে ভোলায় আজীবন !


সামান্য মানুষ থেকে আমিও বড়ো হতে পারতাম
সামর্থহীন প্রচেষ্টা পথেই খুঁড়ে যায় কবর
বড়ো অসময়ে, সহমরণে যায় স্বপ্নরা নীরব আতঙ্কে  ...