সুখের অপেক্ষা যেন -
অনন্ত ধোঁয়ার চাদর, ঠিক আকাশের মতো-
চাপা পড়ে; পোড়ে, আমার আশার পৃথিবী !
আক্ষেপের শেষ শক্তি জ্বলে ওঠে
বোধের বিন্দুতে; ঠিক যেন নষ্ট নক্ষত্র
আলোহীন অস্পষ্ট কষ্ট !


সময়ের ঝড়ের তাড়া'রা তাড়িয়ে বেড়ায়
দিন থেকে দিনান্তে রাতের গোপন আঁধারে
আস্তে; আস্তে; অস্ত যায় সবুজ সজাগ সত্ত্বা
বড়ো অকালে কালের কোলে !


ফেলে আসা হাসি গুলো বেশি উজ্জ্বল ছিল,
ভাববে বন্ধ চোখ ভাবনায়
অতৃপ্ত স্মৃতি বলে ঈশারায়-
না ফিরে, ফেরারি হতে আলেয়ার !
জোরকরে জোড়াতালি জীবনের জোয়ালে
তবু , মন ভাঙ্গে মনের মেলায় ...


একটা বিরামের পর; বিরামহীন লড়াই
গভীর থেকে গভীরে !
চেতনার জলসায় সবাই শিল্পী
প্রাণের পরম্পরায় ...