কতবার তুমি বলেছো কেঁদে
জীবন গেলো জলে !
সাধের ইচ্ছা স্বপ্ন কামনা সব  
নীরবে নিত্য জ্বলে !


আমি ভেবেছি তোমার আড়ালে
হাজার হাজার বার !
এতো ভালোবাসা স্বার্থ ত্যাগেরা
কিভাবে মেনেছে হার !!


আসলে জীবনে কিছুই নেই
প্রকৃত পাওনা বন্ধু !
ভাবের সুরে ভাবনা মিশিয়ে
চোখের জলেই সিন্ধু !!


কালিয়া রেঁধেছি কলিজা কেটে
কিকরে লাগবে ভালো !
না-বলা কথারা সবাক হলে
বুঝতে প্রকৃত আলো !!


প্রাণ পুড়িয়ে প্রেরণা জাগাই
থাকনা অজানা আজ !
সে ভেবে নিক নিজের মতোই
মনের স্বভাবে সাজ !!


প্রতিটা আশার আলাদা গল্প
সুরে মিললেই সৃষ্টি !
নাহলে মরুর বুক জ্বলে যাক
বানভাসি তেই বৃষ্টি !!


তুমি বা তোমরা সবাই এক
এক গোয়েলের গরু !
আমি অপরাধী মূর্খ বেহায়া
আসলে কারণ শুরু !!


চিৎকার করে চাহিদা গর্বে
এখনই মুক্তি চাই !
মুখের ভুগলে ভ্রূকুটি হাঁকে
মনেহয় বিষ খাই !!


দিন ফুরিয়ে শেষ হয়ে যাবে
প্রভাত ফেরির গান !
অবুঝ আঁধারে ধূসর হবে  
সোহাগী সবুজ প্রাণ !!


থাকবে না সাথে পোড়া উপমা
আজকের কোনো বিশ্বাস !
ক্লান্তির দেশে জড়াবে ঘুমেরা
নতুন দিব্য আশ্বাস  !!


অনির্বান শান্তারা