সারারাত বৃষ্টি দেখেছে আমার চোখের পাতা
সারারাত দেখে গেছি ক'ত রঙিন স্বপ্ন,
সন্ধ্যায়​ দেখেছি ব্যস্ততম শহরকে
দেখে গেছি নীল-সাদায় মুড়ে যাওয়া, আর
সিসিটিভিতে আটকে যাওয়া যানজট।
আমার কানের​ ভিতর দিয়ে মরমে স্পর্শ করে
ধর্ষিত-লাঞ্চিত মেয়েদের আর্তচিৎকার, তবুও
ভ্রুক্ষেপহীন শিক্ষিত সমাজ আর আমার শহর!
শহর যতোই হোক আলোকিত, সিসিটিভি আওতায়
অন্ধকারে ঢাকা বিবেকহীন পুরুষতান্ত্রিক সমাজ
মানবীকতাও  আজ কবলিত নিষ্ঠুর অন্ধকারেয় ।।