আজ "বিশ্ব কবিতা দিবস "
আমার কলম আজ চুপ,
আমার কবিতা খাতার পাতা
কালির আঁচড় পেতে উদগ্রীব;
ইচ্ছে করছে কিছু লেখার
তবু মন বসছে না,সে চঞ্চল!
শব্দগুলো আজ বসছে না
ওরা যেন পাড়ার এক-একটা যোগী,
একটার পিঠে একটা ঘুসোঘুসি করছে!
কবিতা আজ নিশ্চুপ আড়ালে
"শ্রীজাত দা "-র নামে আজ এফ-আইআর
কবি-কবিতা ওঁদের কাছে অধার্মিক!
ওরা চেনে অন্য জাতের নারী
"কবরে", "কন্ডোম" আর "ত্রিশূলে" ।
তবুও কবিতা থাক কবির কলমে
'কবিতা​ দিবস' পালিত হোক সমারোহে।।




* কারও ভাবাবেগকে  আঘাত করা আমার উদ্দেশ্য নয় *