একুশে আমার চেতনা আমার
আমার বাংলা ভাষা।
বরকত, রফিক আর জাব্বার-এর
ভাষা আন্দোলন আজও একুশে
"শহীদ স্মৃতিস্তম্ভ"এখনও রক্তেরাঙা,
আমার ভাষা "আমরি বাংলা ভাষা" ।
"আমি বাংলায় গান গায়
    আমি বাংলার গান গায়
আমি আমার আমিকে এই
   বাংলায় খুঁজে পাই।"
শহীদ স্মরণে আজ বাংলা আসুক নেমে
"নমঃ নমঃ নমঃ সুন্দরী মমঃ "এই বাংলায়।
"আমি আবার আসিব ফিরে
  ধানসিঁড়িটির তীরে এই বাংলায় "।
একুশেও আজ চলুক প্রতিবাদ
একুশেও আজ থাক বাংলা
একুশেও আজ বাংলায় গায়
সেই সাম্যের গান আমরা বাঙ্গালী, বাংলা মাতৃভাষা।।