পুজো শুরু আগে হয়েছে দশমী
হয়েছেও কেউ কেউ অষ্টমীর বলী;
ঘোরা-ফেরা জামা হয়নি কারও
হাসিখুশি সকলেই মুখভার তার।
বিষাদ হরষে দেখ(ও) বিদায়ের সুর
আকাশে নয়নে আজ ঝড়ে অশ্রুধারা।
এতখুশি এতসুখ (সব)চাওয়া পাওয়া
রক্তিম সিঁদুর আজ গালে মুখে মাখা
প্রতীক্ষার অবসান বিজয়া দশমী।।