পাহাড়ের বুক চিরে খেলে যায় স্রোত
ফল্গুধারায় প্রেম বয়ে যায় ধমনী- শিরায়
শরীর রক্ত ঝড়ে অশ্রুধারায়, কখনওবা
শরীরের লাল জল মেদেনী ভেজায়
রাতের একলা ঘর খুঁজে দেয়
মাথার উপর থাকা শিলিঙের হুঁক
পাশাখেলায় নিভে যায় জীবনের দীপ ।।