যাঁরা অট্টালিকার খিড়কি সড়িয়ে বৃষ্টি রোমান্স খোঁজে
বৃষ্টি বিন্দু জমাট জলে ককটেলেতে মেশে
প্রেমিক তখন প্রেমের সাথে কাম খেলাতে মাতে
বুঝবে কি আর ঝুপড়ি বাড়ির মারনদশা
বৃষ্টি তখন ভাতের হাঁড়ির জল বাড়াতে থাকে
কষ্টে থাকা বস্তি বাড়ির ছোট্ট শিশু
বৃষ্টি কমার প্রবল অপেক্ষাতেই প্রার্থনাতে বসে
বৃষ্টি ভালো আমার তোমার অট্টালিকায় থাকি
বৃষ্টি ভেজা হাতেতে হাত রাখি
বৃষ্টি ভেজা তিড়তিড়ে ঠোঁটও
চোখের সামনে ছবি, যখন
রেললাইনের এক কামরা নৌকা হয়ে ভাসে ।।