আজকাল অপেক্ষার সময় কাটে
চোখের নিমিষে -
চাই দীর্ঘ হোক,অপেক্ষা দীর্ঘ হয়না।

কুকড়ে থাকি যতোটা পারি গৃহবন্দী -
অজস্র জানার ইচ্ছে গুলো গিলে ফেলি
যেমন গিলেছি ভাল-লাগা ,মন্দ লাগার অনুভব।
সকালের একফালি রোদ, উদ্যাম দুপুর
আর করতালীতে মাখা বিকেলের হলদে রোদ
ঠোঁটের প্রথম চুমুটার অনুভবের সাথে ভুলেছি সব।

রাত পেঁচার মতো আঁধারে দেখি -
আলো নেই নক্ষত্রচোখে
গ্যালাক্সি জুড়ে সাঁজোয়া আঁধার
এক পয়সার বিনিময়ে সুবর্নরেখা জুড়ে আসর,
প্রত্যাশা নেই আলোর.
অপেক্ষা প্রলম্বিত হোক-শুকিয়ে যাক কর্কট ক্রান্তি .
মুড়কির মতো ঝরে পড়ুক-
অনুভব লোপ পাক-অপেক্ষার সাথে।

দীর্ঘ হোক অপেক্ষা,বেঁচে থাকার স্বাদ
তৃষিত অন্তর জানুক -
দহনে কতটা পোড়ে এ হৃদয়।