বিশ্বাস ভাঙতে দ্বিধা জাগেনি
সংশয় জাগেনি বিচ্ছিন্নতার মন্ত্রে,
আমি কাছে ডাকেনি।

অনুশাসনের বেড়া ডিঙিয়েই
আগল খুলেছো বুকের
দেখোনি চেয়ে পলেস্তারা খসা দেয়ালে
রক্তাত্ব অভিমান,
আত্মাহুতি স্বপ্নের বিলাপ,
দ্বিধাহীন চলে গেলে,
আমি পিছু ডাকেনি।

একদিন বিষাদের বেদীতে নীল জোছনায় ভাঙতে দেখি প্রেম
সম্পর্কের টানাপোড়েনে প্রহল্বাদিত আকাংখার নির্বাক মৃত্য,
এ্যান্ড্রমিডার ছায়াপথ টপকানোর অবিরাম অভিলাষ,
নক্ষত্রের হাটে উপমার সহজ বিক্রি
আমি বুঝে নিয়েছি
প্লুটোর নীলাকাশ আর জমাট বরফে ভালবাসার হিমকরন শিল্প নিতান্তই অবমূল্যের,
বুকের অরণ্যে উত্তাল রোদে পুড়ে অপেক্ষার পাঠ নিয়েছি...
চলা পথের বাঁধ গড়েনি।

সহস্রাব্দের কালপুরুষ আজ গত জন্মের ফসিল,
আরাধনা যজ্ঞে মন্ত্রপাঠে উজাড় স্বপ্ন বেদী
সুরছেঁড়া তানপুরায় আর বসেনা নিয়মের সুর সন্ধ্যা
মরচে পড়া নকশী মন আজ বিষন্ন বিকেলের রঙহীন প্রলাপে,
ঠাঁস বুনন পাচালীর অপভ্রুংশ।

তোমার ফিরতে চাওয়া এ পড়ুটে
জোছনায় লুটায় আঁচল
তবু আমি স্বপ্নবুকে স্পন্দনহীন -
জীবন সমীকরণে শুন্য সংখ্যা, দুহাত বাড়াইনি
বোলেনি এসো তবে মৃত উপত্যকায়
অবগাহনে আঁকি ভ্রূন শিশির আল্পনা।