এরপর যখন কবিতা লেখা হবে
মিছিল স্লোগানের
শব্দের ঝংকার ছিড়ে নেবে রুপকথার আগল
প্রতিটি বিছানায় ডাক্ পাঠানো হবে
মিছিলে মিছিলে স্লোগানের

উত্তর দক্ষিন মেরু আর সুবর্ন রেখা জুড়ে
দেওয়াল লিখন আর চিত্রায়ন করা হবে কিছু ছবি স্পষ্ট
পোষ্টার ছাপানো হবে কবিতার ভাষায়
যত মানবিক বিপর্যয় ঠেকাও শিরোনামে

যতবার বৃষ্টি হবে তখন
প্রতিটি বৃষ্টির ফোটা বিদ্যুতায়িত হবে
সমতট ধরে অরণ্য পাহাড়ে তীব্র ছুটে যাবে
যারা গর্ভবতী করে কৈশরের সকালে হাটি হাটি মেয়েটিকে
যে সমস্ত পাঠ্যসূচি কুটিকুটি করে
মুখ ঢাকা লজ্জায়

যারা বোধের মুখোশ এটে লোপাট করে
গল্প বিকেল,শ্লোক সন্ধ্যা
নির্লিপ্তে সঙ্গম করে কবিতার মাত্রায়
শব্দের কচকচানিতে মিথ্যে করে স্থাপন
এ বৃষ্টি তাদের পুড়িয়ে দেবে

এরপর যখন কবিতা লেখা হবে
মিছিলে মিছিলে
মিছিলের শ্লোগান