ফিটকারী জলে ভেজা রাত
জলচৌকির অবহেলায়
পানসিড়িতে এক ঘোটি মহুয়ার অন্ধকারে
বিসর্জন দিই দিন যাপনের ত্রিকাল।

হাতের শাঁখা যখন কাচের চুড়ি হয়ে যায়
ছিন্নপত্রে লেখা  হয় অপিনিহিতের সংজ্ঞা
পৃষ্ঠার রং জ্বলা হলুদ মৃত্যুগুলি
আমি হয়ে উঠি

তখনও শঙ্খ বাজা সন্ধ্যে আসে
উলুর সুরে
তুলসী তলায় শুষে খায় গঙ্গা জল
যে জলে কদিন আগেই বিসর্জিত -
আমি আর আমার স্বপ্নপোড়া ছাই ... অভিমান...

চিরচলা পথে হেটে যাও পূণঃ
মুঠো স্বপ্ন- হাসি ধরে
অচেনা আমার...

কোয়ান্টাম বলয় ভাঙ্গে
এক কল্কে সিদ্ধির ধোয়া
সন্ধ্যা নামায় না বলো

দেহ .,. দুরত্ব চাও .. দুরত্ব
মনের তত্বীয় সীমানা
আর কতো...