এই আমি-
একশো আশি ডিগ্রীর কৌণিক ব্যবধানে
সামন্তরালে দিগন্তের পিছুটান
হাতের রুমালে বাধা কিছু মরচে পড়া স্বপ্ন
মলিন জিন্সের ব্যাক পকেটে নিতান্তই অবহেলায়
তোমার শেষবারের মোছা ঠোঁটের ছবি
অতটা অস্পষ্ট হয়নি আজো।
বুকের ঘাম মেশানো উচ্ছ্বাস আগলে রেখে
দিব্যি পথ হাটে।

সেই আমি .....
বুকের স্বপ্ন পোড়া কাজলের রং মেখে এখনো রোদ বৃষ্টির পথ হাটি
তোমার গন্ধ ভাসা বাতাসের শ্বাস নিয়ে
ফুসফুস ভরি অবলীলায়।

ভয় নেই-
রামধনু পথে পড়বে না এ পায়ের ছাপ
প্রখর রোদ্দুরে বাষ্প হওয়া ও ছায়াপথের কষ্ট আমি জানি
জানি পেছন পকেটে রুমালের থৈ থৈ জল চোখ কতটা কষ্ট নিয়ে পথ হাটে ।

এ ঢের ভালো -
সুমেরুর প্রান্তে বাঁধা ঈগলু বসত
যেখানে জলের রুপ বদলে শীতল বরফের আদিগন্ত জমাট বাঁধা,
জল ঢেউয়ের হাসিরা লুটোপূটি খেলেনা সৈকত জুড়ে।
প্রজাপতি গুলোও বিবর্তিত হয়ে যায় শুয়োপোকায়।
তুমিই বলো এরচেয়ে কে-ঈবা ভালো থাকে?

শুধু দেখ.....
বিষন্ন মেঘের চোখে ঝরা
বৃষ্টি ছোঁয়না তোমায়
আমার কষ্টের বাস্পরা আজকাল
বড্ড বৃষ্টি হয়ে ঝরে যে!

17.07.2015