দিন যাপনের গান হয়
দিন শেষের স্বরলিপির মাত্রা ভুলে।
অন্তরা ভুলে যায়,
শিকড় গাড়া মাটির মায়াহীনে।
কতোক আটপৌরে গল্পের আসর বসে একান্ত জানালায়,পাশুটে পাণ্ডুলিপির বুকে।

"খোকা ঘুমালো পাড়া জুড়ালো"
গল্প অধ্যায় আজকাল মেঘভাসা ।
দোলনা দোলা বিকেল কাটে -একা।

যাই বলি,তবু ফিরে আসি সিক্ত মাটির মায়ায়,তোমার আঁচল ওড়া বাতাসের স্নিগ্ধতায়- খুঁজে ফিরি রোদ্দুর।

উতকট বাতাস খেলে তোমার গা ঝরা,
বিশুদ্ধ বাতাস যতটা প্রশ্বাসিত হয়,
কুঁকড়ে যায় - দুচোখে দেখি এ পথে হেটে যাওয়া তোমার ইশ্বরের চিহ্ন।
পুরানো ছাপ মিলে গেছে ধুলু উড়ানি বাতাসে।
তবু পত্র বীজের খোলসে মায়া খুঁজি যত্নেই ।

আকাশের দিকে মুখ করে শ্বাস নিই,
ভেজা শ্বাস,
থৈ থৈ চোখের নালায় টলটলে খুশি!
বড্ড ভালো আছে পীতবর্নের আকাশ
বড্ড ভালো আছে বেজন্মা ইশ্বর।
এক আকাশ জলমেঘ বুকে নিয়ে
আর ভালো আছি আমিও খু-উ-ব তাইনা?

আমি দোলনা খুঁজি- দোলনা,
দো-ও-ল দো-ও-ল দুলুনি,
দীঘল গল্পের পাঠশালায়।