অতয়েব এখন বলতে পারি সহজে
তোমার মন চিত্র আর তার পাল্টানো রঙের রকমফের।

উপনিবেশ মনস্তরের রাত্রিরঙ
জোনাক আলো আরো গাঢ় করে প্রগাঢ়
প্রতি রেখায় অংকিত হয় ক্ষত উপাখ্যান
কি করে ভাবো বসন্ত যাবে বছর জুড়ে
ভূঁইফোড় বাসনায় দিতেই পারো প্রলেপ
তবু জন্মানো আগাছায় চোখ পড়ে দক্ষ চাষীর
তোমার অঙ্কুর সালোক চেয়েছে বলে
আকাশ ছুঁতে পারোনি তুমি

আমার দিগন্ত বলে কিছু নেই
তোমার আছে বলে ভাবো- এ নিরেট মূর্খতা
ঐটি স্রেফ দৃষ্টির সীমা-আর স্বচ্ছতা নেই চোখের-আকাশও আসেনি ন্যুয়ে এতোটুকু

অযথাই রাত্রির কৌমার্য হরণের গল্প
রূপকথা হয়- রূপবতী রাতের
মিশ্র হাসির নাচ ঘোরে বসত ঘর জুড়ে
তবু নর্তকী নৃত্যে মাতাল রাত খোঁজ
আর প্রত্যূষ আলোয় পান করো তুলসী জল

খণ্ডিত মনন কোষে রহিত অবক্ষয়
ঘুমপাড়ানি গল্পকথা হোক -
স্বচ্ছ সত্যের আলো খেলুক মনের প্রান্তরে