ঘড়ির বারো কাটায়-সূর্য্যের নিয়ম বাধি,
রোদ লুকানো আঁধার পৃথিবী,
চাঁদের জোছনার আঁচল বাধি কোমরে।

ধুঁতির কাঁচার গড়াগড়ি- বিদ্ধস্ত সাইপ্রাসের বরফ ......
ক্লান্ত কালপুরুষের পা-হাঁটে -নতুন শহর,
কাচা হলুদ ফলেনা কোথাও- আইসক্রিমের ডিগবাজী,

প্রেক্ষাপটের উদোম পিঠে -জড়ুল ,
জন্মের আগে জানিনে আমি বেঁচে আছি।

এই তোর জন্ম জড়ুল ছুঁয়ে বলছি-
আমি সাঁতার শিখেছি -জল মায়ায়
আমি দিব্যি বেঁচে আছি-আদিবাসী নদীর ডুবোজলে-জল সাঁতারে।