উদাস নদী একলা চলে ছলাৎ ভাঙ্গে ঢেউ
রুম ঝুমঝুম বৃষ্টি নামে সুর ধরেছে কেউ?

ডাকছে ডাহুক "চোখ গেল" দেখে মেঘ কালো
উড়াল বাতাস কালো মেঘে বৃষ্টি বুঝি এলো।

বজ্র মেঘে বিজলী আলোয় বৃষ্টি ফোটা পড়ে,
জল টলমল দুকুল ভাসা দুর দুরু বুক নড়ে।

পিপঁড়ের দল ডিমযে মুখে চলছে সারি সারি
আগাম খবর দেই জানিয়ে বৃষ্টি নামবে ভারী।

খোলামাঠে বাঁধা ছাগী ডাকছে ভ্যাভ্যা করে
সাঁসাঁ সুরে এলো বুঝি ঐ বৃষ্টি ঘাড়ের পরে।

রুম ঝুমঝুম রুম ঝুমঝুম বৃষ্টির প্রকৃতি
জানিয়ে দেই পূর্বাভাস গড়ে মানব সখ্যতি।