হারায় নাকি? হেরে যায় স্বপ্নের রাতবাজি,
ঘোরেফের চারিধারে সেই পাজী,
কারসাজি?
হতাশার রঙধরে স্বপ্নের শরীর|

সীমানা পেরুতেই লাগে যতদ্বিধা,
বেশতো আছি;জলশুধু জলবাঁধা|

মেঘের পাজর ছিড়েই ঝরে পড়ে জলফোটা|
মাটি সঙ্গমের বিহ্বলতায়-
ছিন্নকরে জল,সহস্র রঙিন-সুতোর নাড়ী|
ভাঙ্গে মেঘবুকের গৃহস্থালীও|।

পাল্টে যায়- হেশেল,খড়িকাঠ-আর
শিকেয় টাঙ্গানো যত্নের হাড়িটার আকার।
উঁই আর আরশোলার নিরন্তর হুটোপুটি।
বুঝতে পারি রঙ পাল্টেছে দোয়েলের পাখায়-

উত্তরের বাসাত আসছে  হিমবাহের গাঢ়
গন্ধ নিয়ে।
অগত্যা আগুনের উত্তাপ জড়ো হয়- স্তুপী
শুকনো বাঁশপাতার বুকে।

তখনও অযাচিত কতক বিভ্রাট আসে-বুনো সুরে-
ভুলে যায় নামতা;সংখ্যার যোজন বিয়োজন,
ভুলিয়ে দিতে কাব্যের; ছন্দ সুরের সব আয়োজন|
ভুলে কি যায়?জীবন।