দু'মুঠো চাল ভিজলে জলে হয়কি তাতে ভাত?
আগুন জলেই সিদ্ধ হবে ভাতের ধারাপাত।
ধানটি যদি সবুজ থাকে হয়কি তাতে চাল?
বৈশাখেতে আমটি ঝরে ধরবে নাতো তাল।


কঁচা গাছের জ্যন্ত বেড়া ধনচে গাছে নয়
ধনচে গাছের বেড়া দিলে শুকায় মরে যায়।


নয় মাসের উপরে শিশু গর্ভে পুষ্ট হয়
সাতমাসে জন্মে শিশু তেমন পোক্ত নয়।


যেসব সবজি কাটলে বটির রং কাল হয়
অধিক আছে লৌহ তাতে জেন নিশ্চয়।
হলুদ ফল মুলে দেখ  এ ভিটামিন আছে
টকেতে সি আর ডি রোদ, কাটা মাছে।


গাম্ব্রুরা আর রানীক্ষেত যদি মুরগীর হয়
পাখনা সহ পুড়ালেও মুক্তি পাওয়া দায়।


শব্দ বাক্য অন্তরা ভাব যদি মিল খায়
রূপক উপমায় আবিরতা কাব্য পরিচয়।


কুটিল জটিল রুক্ষমন কবির থাকতে নেই
উদারতাও না থাকলে কাব্য হারায় খেই।


সদার্থকমন নান্দনিকতা কবির থাকতে হবে
হিংসুটে ভাব থাকলে মনে কবির মান যাবে।


এসব হয়ত ফালতু কথা তত্ব কথা অসার


বেজাত বর্ণের কাব্যকথা জয় কি কবিতার?