বেশ গুছিয়ে চলো আজকাল-
সপ্তম মাত্রার সা কিভাবে শুদ্ধ সা'য়ে
নামিয়ে আনতে হয়-
তাও রপ্ত করেছো সযতনে।
পাঠশালার বাহবা কুড়ানোর সেই;
কুশলি কৌশলের মতো।


তুমিও রম্ভা অন্তরালে;
অক্টোপাসে বেশ জড়িয়ে-
শাড়ীর আঁচল যায় লুটিয়ে
শ্যাওলা ডালে জলের তলে।


জলের তলে কী;
আছে কী?
জলডুবুরী নইতো আমি,
হেই!
জল বুঁদবুঁদ আমায় জানান দিল।


আমাকেও বেঁধে দাও
জল গুল্মের জালে-
অতঃপর একদিন নাহয়-
মানবী হয়েই এসো।