থাকনা খোলা বুকের দেয়াল
আমি আঁজলা ভরেই স্বস্তি নিই|


স্নায়ুগুলো খুব কাছাকাছি ছিল
হয়ত-স্পর্শও।


দেখ এই আমি সারা অস্তিত্বে পোড়ামাটির রং মেখেছি|
বিমূঢ় বিশ্বাস।


এ রং তো তোমার বিকর্ষন নয়?


তৃষিরা ঠাঁই খোঁজে তোমার ছায়ায়|


তুমি বুঝতে পারো-
আমি মহাকাল ছুঁয়েছি?