এক


ফাজলামী সব বলীর পাঠা,কবিতা কি শব্দ কেবল?
গাজাখোরের কল্কেতে হয়,এসব লেখা আবোল তাবোল।


শব্দে আঁকা একটা জীবন,
প্রেমী রঙয়ে আঁকি যেমন।


বদমায়েশ সব কালীর পাঠা,এমন লেখেই রামছাগল।


দুই


জীবন জানিস?কাব্য লিখিস?
পোদ্দারী পথ,কবিই ভাবিস?


স্বর মঁনসা,
কী?তামাশা।


শব্দ সুরের বাক্য শুধু?কাব্য মানিস।
( অস্থায়ী লেখা )