আমরা শুধু সুখ খুঁজি,
তারা দুঃখের সাগর সাতরায়ে বেড়ায়;
আমরা ভাবি এই জীবনের শেষ কোথায়,
তারা ভাবে এই কষ্টের সীমানা কোথায়;
পকেটের ফাঁক দিয়ে কত পয়সা পড়ে যায়,
পড়ে থাকা পয়সাগুলো তুলে তাহারাই;
কত ভাত নষ্ট করেছি ক্ষুধা থাকে না বলে,
কত রাত কাটিয়েছে পেটের যন্ত্রণায়!
দুমুঠো ভাত কোথাও পায়নি বলে।।
এসি ছেড়ে ঘুমাই আমরা তবুও চিন্তায় মস্তিষ্ক নিদ্রাহীন,
ক্লান্ত-পরিশান্ত বিদীর্ণ শরীরে ঘুম আসে অমলিন।
তবুও কাটঁছে সময়,কেটেঁই যাচ্ছে;
ভালো আছি,ভালো নেই বলে।
ভালো রাখার একটু প্রত্যয়
হাসি ফোটাবে সকলের মুখে।।