রাতের ট্রেন অদ্ভুত একটা ট্রেন।
কোন স্টপেজ নাই,থামার কোন জোঁ নেই।
কোথায় চলছে তারও কোন আতাপাতা নেই।
কোন উদ্দেশ্য নেই,অচিরেই তেল ফুরচ্ছে কোন যাত্রী নেই।
রাত গভীর থেকে গভীরতর হয় আর চোখ দুটো যেন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্বল-জ্বল করতে থাকে।
উপায় নেই এর যে তেল ফুরয় না।
আবার যাঁহার জন্য থামিয়া থাকে,চিরকালি থামিয়া থাকিবে
ভুলেও স্টার্ট লইবেনা।
বাড়াই অদ্ভুত ট্রেন হে রে বাপ।
কাওকে নিবে ভাড়াও খাঁটবেনা শুধু একজন মানুষের জন্য চিরকাল ধরিয়া বসিয়া থাকিবে এবং তারে লইয়াই হাজার বছর উদ্দেশ্যহীন পথে চলিবে।
এ এক অদ্ভুত ট্রেন!!!!