অর্ধ সাদা,অর্ধ কাল
দেখতে তাহা লাগে ভাল।
নিশি রাতের একটু কালো
মিশিয়ে দিলাম আধো আলো।
চৈত্রের প্রবন মাতোয়ারা
একটু দাড়া,একটু দাড়া।
কালবৈশাখী ঝড় বয়ে যায়
রেশমি চুলের আবেশ বুলায়।
অশ্রু হয়ে বর্ষে তাহা
স্রোতের টানে ভাসায় হৃদয়।
শরতের স্নিগ্ধ ছোঁওয়া্য
আলোর মাঝে আধার খেলায়।
ধান ভাঙার ঐ আকুল ঘ্রাণে
ঘুম ভাঙ্গায় মোর সিক্ত প্রানে।
হিমেল হাওয়ায় পেতে চায় এ মন
কোনো এক অজানা স্পন্দন।