আকাশ মেঘলা,তারাগুলো আজ দেখা যাচ্ছে না
বসে ভাবছিলাম কোন এক বসন্তের মেঘলা রাতের কথা।।
নচিকেত প্রায়ই বলত রাত্রি বিলাসের কথা
প্রায়ই শুনেছি তার কাছে তারাদের সাথে গল্প করার কথা।।
অপেক্ষমান তারা গুলো শেষ প্রহরের সময় গুনছে
ভেবে নিচ্ছি তুমি আসবে।।
এরকম অনেক প্রহরের সীমান্তে অপেক্ষা-বিসাদের টানাপোড়ানে
ভালোবাসার ললিত রক্ত স্রোতে ভেসে গিয়েছে,
উদিত ছিল লোহিত মাংসপিণ্ডের অগ্নিঝরা প্রভাত
যার স্পর্শে রক্তাক্ত হল সূর্য।।
নদীর দুধারের দিকে তাকিয়ে প্রায়ই বলতে,
এপারেতে থাকব আমি তুমি রইবে ওপারে
শুধু আমার দুচোখ ভরে দেখব তোমারে।।
জানি আজও দেখছ আমায়
অনুভূতির সীমানা জুড়ে।।