আজ আমি তোমাদের গান শুনাই, তাই আমি গায়ক।
আজ আমি কবিতা আবৃত্তি করে শুনাই,তাই আমি আবৃত্তিকার।
আজ একটা কবিতা লিখে দেখাই,তাই আমি কবি।
আজ আমি নিজের জন্য লিখলাম, তাই আমি স্বার্থপর!!
আমি কি সেই সমাজের জন্য একদিন গায়ক,আবৃত্তিকার, কবি ছিলাম
যে সমাজ আজ আমাকে স্বার্থপর পদবী দান করল।
না,আমি যা আছি নিজের জন্য আছি তাই হয়ত।
আমি সেলিব্রেটি হতে চাই না।
ধন্যবাদ সমাজ ।