রাতের নিরবতা আমায় কাঁদায়
এই নিরব রাত্রি,কুহেলিকার অসুর।
মুক্ত ধারার স্রোত হৃদয় মোহনায় মিশে যায়
চারিদিকে একি ধারায় বেজে চলে যার কোনো শেষ লয় নেই।
বার বার তোমাকেই মনে করিয়ে দেয়
সবার মাঝে থেকেও আজ আমি নিরব,
শুধু তোমার জন্য।
মানুষের মানুসীর ভিড়
তবুও কেন এত নিস্তব্ধতা,
ভাগ্যের একি পরিহাস!
তারপরও কবি ভুলে না গান
ভুলে না তোমার চরণে স্তুতি দিতে।
সেইখানে তোমার বাস
যেখানে হাজার নক্ষত্র পথ ভুলে চলে যায়,
শুধু তোমার মিলন কামনায়।
কিন্তু সেই নক্ষত্র কি ফিরে পায় তার হারান ঠিকানা;
হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে
সেই নিস্তব্ধতার মাঝে
তোমাকে খুঁজে বেড়াই,
সেই পথ হারানো নক্ষত্রের মত
যুগ হতে যুগান্তর।