সুখ খুঁজে বেড়াই, একটুখানি সুখ
হাজার মানুষ সুখে আছে, নেই ত কারো দুখ।
সুখ আছে মোর উঠান কোনে,সবুজ মাখা ঘাসে
সুখ আছে মোর খালের ঝিলে,ডুবতি সাঁতার কাটে।
রঙিন নাঁউ এ বায়া যখন তোর পানে চাই
ঘন কাল কেঁশ আমায় সুখ বুলায়ে যায়।
সুখ তুমি খুঁজে বেরাও কঠিন হইবার পণে
মধুসূদন কি পাইয়াছিলেন বিদেশ ভ্রমিবার তরে।
চাহিয়া দেখ অন্তরালে,সুখ তোমার ঈশান কোণে
একটু মুচকি হাঁসে