সময়ের স্রোত ভাসিয়ে নিয়ে যায় পুরো জীবনকে;
মনেই হয় না যে কখনও সময় কেঁটেছে সেই বেলাতে;
ভুলে থাকার নাটক,দেখানো যাবে না
এই মনের ভেতর কি চলছে;
হাঁসি তামাশার মাঝে ভুলিয়ে রাখতে হবে নিজেকে।।
একটা চিরসত্য কথা বার বার মনে পড়ে যায় যে;
তাকেই ভুলে থাকার যুদ্ধ।।
মাঝে মাঝে যখন পুরোনো দিনে হারিয়ে যাই
যখন মনে আর কখনও ফিরে যেতে পারবো না সেই নগরীতে;
তখনও ত মৃত্যু যন্ত্রণা সহ্য করি।।
আবার যখন আমার প্রথম প্রণয়ের কথা মনে পড়ে
সেই মানুষ আবার সামনে এসে দাঁড়িয়ে যায়;
তখনও মৃত্যু মনে হয় পাশে এসেই দাঁড়িয়ে আছে;
সর্বস্ব মৃত্যুর বাজার ভারী হচ্ছে।।
কোথাও সুখ নেই,কোথাও শান্তি নেই!
মিথার মায়াজালে বেঁধে আছি ;
যে মায়াজাল ছিন্ন করেছিলো কি কেউ কখনও??
পারেও মানুষ আবার পারে ন।।
রহস্য লুকিয়ে আছে সবকিছুর মাঝে
হাল ছেড়ো না কখনও,
একদিন সবকিছু উন্মোচন হয়ে যাবে তোমার সামনে।।