বনলতাকে খুঁজে চলেছি কৈশোর-যৌবনের মূহুর্তগুলোতে;
এ জেনেও এই যান্ত্রিক পৃথিবী যুক্তি খোঁজে,মনের যৌক্তিকতা তাদের কাছে হাস্যরস মালার কবিতা।।
তবুও অথর্ব এই আমি পড়ে আছি কল্পনার রাজ্য;
মানুষ বলবে,এ কি কান্ড এখনও বড় হতে শিখোনি?
না আমি শিখিনি আজও বড় হতে।
শীতলক্ষ্যার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী সেথায় আজও আমাদের হয় দেখা;
কল্পনার রাজ্য এই চাকচিক্যর পৃথিবী থেকে অনেক ভিন্ন,নেই কোন সময়ের তান্ডব নেই কোন দুশ্চিন্তা।।
শুধু আছে নীরবতা,অসীম নীরবতা আর
কল্পনার সেই বনলতা।