বেঁচে থাকবার নেশায় মত্ত
এক সতর্ক প্রহরী।
বিদ্রোহের দামামা এসে হারিয়ে যায়
জনাকীর্ণ কোলাহলে।


ঘোর থামতে না থামতেই ফের বিদ্রোহের আভাস
ক্ষণিকের স্বাধীনতায় স্মৃতিতে এসে
ভীড় করে শিকলের শক্তি!
অবনত শির আরও অবনত হয়।
পরাধীনতায় বেঁচে থাকবার নেশা
জাগ্রত হয়।


দম আটকে ফেরে ভারী নিঃশ্বাসে
আশাহত হয় চঞ্চল প্রাণ।
এলোপাতাড়ি ভাবনায় নিমগ্ন চিত্ত
স্থিত হয়,ভীত হয়।
কাপুরুষোচিত মন
এভাবেই বেঁচে রয়।